প্রকাশিত: ২৪/০৭/২০১৯ ৩:২১ পিএম , আপডেট: ২৪/০৭/২০১৯ ৩:২৩ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের অর্জনের তালিকা দিনকে দিন বেড়েই চলেছে। শিক্ষা, চিকিৎসা, গবেষণা কিংবা সৃজনশীলতা। প্রত্যেকটি অঙ্গনে বাংলাদেশিরা এখন কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশি এক নারীর নাম। তিনি হলেন আয়েশা চৌধুরী। যিনি হাজীদের নিয়ে কাজ করে সৌদিতে প্রথম নারী ‘মুনাজ্জিম’ হিসেবে খ্যাতি পেয়েছেন। সৌদি আরবে প্রথম বাংলাদেশি নারী হিসেবেও তিনিই একমাত্র নারী মুনাজ্জিম।

কেন এলেন এ পেশায়, আর কি করেই বা এ পেশার প্রতি তার আগ্রহ হলো। তা নিয়ে কথা বলেছেন দৈনিক আমাদের সময়ের সঙ্গে। বিষয়টি জানতে শুরুতেই আয়েশা বলেন, ‘সময়টা ছিল ২০০৪ সাল। যখন আমি শিক্ষার্থী ছিলাম। মক্কা-মদীনায় যারা হজ করতে যেতেন তাদের প্রতি একটা প্রবল আগ্রহ ছিল আমার। আশে পাশে যারা হজে যেতেন তাদেরকে সহযোগিতা করার একটা বাসনা কাজ করতো আমার মধ্যে। কারণ হজযাত্রীদের সহযোগিতা করলে নাকি অনেক সওয়াব পাওয়া যায়।’

advertisement
২০০৪ সালে মায়ের সঙ্গে হজে যাওয়ার প্রথম সুযোগ হয় আমার। সেখানে যাওয়ার পর দেখি অনেক মহিলা হাজী ভাষাগত কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তখন আমার মনে হজযাত্রীদের নিয়ে কাজ আগ্রহ আরও বেড়ে গেলো। ভাবলাম যদি নিজেকে তাদের সহায়ক হিসেবে কোনো কাজ লাগানো পারি তাহলে অনেক সওয়াব পাওয়া যাবে। এরপর দেশে এসে সেই চিন্তা থেকেই কাজে নেমে পড়ি। কিন্তু হজযাত্রীদের নিয়ে এ ধরণের কাজ করতে হলে প্রথমেই হজ এজেন্সির একটা লাইসেন্স প্রয়োজন। যেটার মাধ্যমে হাজীদের সেবা দেওয়ার কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করা যাবে। একটা বিষয় বলে রাখি হাজীদের যারা সহযোগিতা, নির্দেশনা এমনকি তাদের তদারকি করেন তাদেরকে মুনাজ্জিম বলা হয়। ’

নারী মুনাজ্জিম হিসেবে এ ধরণের কাজ করতে গেলে কোনো সমস্যা হয় কিনা জানতে চাইলে আয়েশা বলেন, ‘সমস্যার সম্মুখীন তো হতে হয়ই। কারণ প্রথমত যারা হ্জ করতে যান তারা চিন্তা করেন হুজুরের মাধ্যমে যাবো। হুজুরের মাধ্যমে হজ করবো। গ্রামের মানুষরা এটি সাধারণত বেশি বিশ্বাস করে। তাই এ কাজে নারী মুনাজ্জিম থাকতে পারে এটা তারা ভাবতেই পারেন না।’

advertisement
‘তবে আমার যে চিন্তাটা সেটি হলো-হজ করতে হলে আপনাকে হজের নিয়মগুলো জানা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা হজের ট্রেনিংয়ের ব্যবস্থা করি। এবং সেটি আমরা হুজুরের মাধ্যমেই করিয়ে থাকি। হজ করতে যাওয়ার সময় হজের ৫দিন যে কার্যক্রম থাকে সেখানে আমাদের এজেন্সির কর্মীরা কাজ করেন। অর্থাৎ হজের শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজ করা হয় তা পুরুষ কর্মীরাই করে থাকেন। যেখানে নারীর প্রয়োজন সেগুলো আমি করে থাকি।’

২০১৬ সালে ‘হজ উইথ আয়েশা’ নামে এজেন্সির লাইসেন্স বের করে কাজ শুরু করেন আয়েশা। ব্রাক্ষণবাড়িয়া জেলার সদর থানার চিনাইর গ্রামের এস বি চৌধুরীর মেয়ে আয়েশা তিন ভাই এক বোনের মধ্যে তৃতীয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স, মাস্টার্স সম্পন্ন করে এ পেশায় নিজেকে পুরোপুরিভাবে নিয়োজিত রেখেছেন।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি হাজীদের হজের কার্যক্রম বিশেষ করে ভিসা প্রসেসিং থেকে শুরু করে হজ ট্রেনিং, হজের গাইডলাইন দিয়ে থাকেন। এছাড়া হজের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আয়েশার এজেন্সি।

নারী মুনাজ্জিম হিসেবে নারীদের কতটুকু অগ্রাধিকার সে বিষয়ে জানতে চাইলে আয়েশা বলেন, ‘এখন প্রত্যেকটি ক্ষেত্রে নারীদের পদচারণা। নারীরা অনেক এগিয়ে গেছে। অনেক নারী এ কাজে এগিয়েও আসছেন। হজের জন্য যে অ্যাসোসিয়েশন রয়েছে (হ্যাব) সেখানেও যদি নারী নেতৃত্ব থাকে তাহলে নারীরা আরও বেশি আগ্রহী হবেন।’

হজের কার্যক্রমের পাশাপাশি আয়েশা আক্তার ‘স্বপ্নের ফেরি’ নামে একটি সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন। যেখানে নারীদের কর্মসংস্থান থেকে শুরু করে, তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

আয়েশা চৌধুরী নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ভিন্ন একটি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি দেখিয়েছেন ইচ্ছা থাকলেই যেকোনো মানুষ যেকোনো কিছু করে দেখাতে পারেন।

পাঠকের মতামত

বাংলাদেশি কর্মীদের জন্য ‘সুখবর’ দিল মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ...

ভারতে আশ্রিত আওয়ামী নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা, পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ...

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত ...

রয়টার্সের প্রতিবেদনমিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে ...

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...