প্রকাশিত: ১২/০৭/২০১৭ ১০:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। জানালাবিহীন একটি বাড়িতে বুধবার ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়।

হতাহত সবাই ভারত ও বাংলাদেশের নাগরিক। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজের খবরে এ কথা জানানো হয়।

দেশটির দক্ষিণে নাজরান প্রদেশের ফায়ার সার্ভিস এক টুইট বার্তায় বলেছে, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা জানালাবিহীন এমন একটি ঘরের আগুন নিভিয়েছে, যেখানে বায়ু চলাচলের ব্যবস্থা নেই। এতে ১১ জন মারা গেছেন। আহত হয়েছে ছয়জন।’

টুইট বার্তায় বলা হয়, নিহত ব্যক্তিদের সবাই ভারত ও বাংলাদেশের।

২০১৫ সালে সর্বশেষ সৌদি আরব সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নয় লাখ বিদেশি কাজ করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...