প্রকাশিত: ১৩/০২/২০২১ ৭:৩৫ পিএম

করোনাভাইরাসের কারণে সৌদিআরবের বিভিন্ন অঞ্চলে ১২টি মসজিদ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদি ইসলামী মন্ত্রণালয়, দাওয়াহ এবং গাইডেন্স অব সৌদি অ্যারাবিয়া সাময়িকভাবে এই দশ মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে খালিজ টাইমস।

এর আগে গত শুক্রবার দেশটির মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ জানান, রাজধানী রিয়াদের আদ দিলাম অঞ্চলে একটি মসজিদ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ওই মসজিদের বেশ কয়েকজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরই রিয়াদে আরো পাঁচটি মসজিদ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যার মধ্যে তিনটি হারমিলা জেলায়, একটি করে আফলাজ ও আদ দিলামে।

এছাড়াও দাম্মাম ও আল বাহাতে একটি করে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে উত্তর সীমান্তে তিনটি মসজিদ বন্ধ হয়েছে। জানা গেছে মসজিদগুলি ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় ধরে জীবণুমুক্ত করা হবে।

সৌদি ইসলামী মন্ত্রণালয় মসজিদে আগতদের অবশ্যই মাস্ক পরিধান, নিজ নিজ জায়নামাজ সাথে আনা ও সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে। এদিকে সৌদিআরবে বিগত ২৪ ঘন্টায় একদিনেই নতুন করে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন।

পাঠকের মতামত

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ...

আরসা হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার ইঙ্গিত আরাকান আর্মিপ্রধানের

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ...

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...