প্রকাশিত: ২৪/০৩/২০১৮ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৪ এএম

ডেস্ক রিপোর্ট::
অস্ট্রেলিয়ার সৈকতে সাগর থেকে ভেসে এসেছে প্রায় ১৫০ তিমি। তিমিগুলোকে উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (ডব্লিউএ) কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে প্রায় অর্ধেকরও বেশি তিমি মারা গেলেও জীবিত থাকা দেশটির পার্থের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে হ্যামেলিন বে’ তে এক জেলে শুক্রবার সকালের দিকে এ তিমিগুলোর খোঁজ পান।

বিশেষজ্ঞ জেরিমি চিক বলেছেন, ‘তিমিগুলোর শারীরিক অবস্থা, বাতাসের গতিবেগ এবং ওই এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে সেগুলোকে সমুদ্রে ফিরিয়ে দিতে যথেষ্ট বেগ পেতে হবে। যেহেতু বেশির ভাগ তিমিই শুকনাভূমিতে উঠে এসেছিল তাই এদের বেশির ভাগই বাঁচতে পারেনি।’ তিমিগুলো ‘শর্ট-ফাইনড পাইলট’ প্রজাতির বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তিমিগুলো সৈকতে আটকা পড়ার কারণ জানা যায়নি। তবে তিমিরা অসুস্থ হলে, আহত হলে কিংবা দিক হারালে সৈকতে চলে আসতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ প্রায় ১৪০ টি তিমি মারা গেছে বলে জানিয়েছে। বাকী তিমিগুলোকে উদ্ধারে এক ডজনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছে বলে জানানো হয়েছে খবরে।

সৈকতে শার্ক উঠে আসতে পারে বলেও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং লোকজনকে এলাকাটি থেকে দূরে সরে থাকতে বলেছে।

হ্যামিলন বে হলিডে পার্কের ম্যানেজার মেলিসা লে বলেন, গত ১৫ বছর দ্বিতীয় বারের মত এতবেশি তিমি সৈকতে উঠে এসেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...