প্রকাশিত: ১০/০৯/২০১৭ ১:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৬ পিএম

পাকিস্তানের বন্দর শহর করাচির হক্সবে সৈকতে ডুবে দুই পরিবারের তিন কিশোরসহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বীচে পানির স্রোতে ভেসে ওই ১২ জনের মৃত্যু হয়েছে।

দুই পরিবারের লোকজন ওই জনপ্রিয় সৈকতে পিকনিক করতে গিয়েছিল। সাগর উত্তাল থাকায় পানিতে নেমে গোসল করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সাগরে গোসল করতে নামায় এক সঙ্গে এতজনের প্রাণহানির ঘটনা ঘটল।

এই ঘটনা বর্ণনা করে করাচি দক্ষিণের ডিআইজি আজাদ খান সংবাদমাধ্যম ডনকে জানান, একটি শিশু টার্টল বীচের কাছে একটি ঘূর্ণিস্রোতে আটকা পড়লে তাকে বাঁচাতে গিয়েই বাকিরা ডুবে গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...