প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৫ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ট্রলারগুলোতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি তল্লাশী চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া নাফ নদীতে বিজিপি টহল জোরদার করেছে। এতে সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দাগণের মধ্যে আতংক দেখা দিয়েছে।
সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংস ঘটনান পর থেকে টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ট্রলারগুলোতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি তল্লাশী চালাচ্ছে। মিয়ানমার বাহিনী সেদেশের উপকুলে অবস্থান করে। টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ অভিমুখে ট্রলার দেখলে দ্রুত স্পীড বোট নিয়ে এসে থামিয়ে তল্লাশী চালায়। তিনি আরও জানান নাফ নদীতে বিজিপি টহল জোরদার করেছে। রাতদিন মিয়ানমারের সীমান্তে স্পীড বোট এবং ট্রলার নিয়ে টহল দেয়। টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ১৮টি যাত্রীবাহী ট্রলার রয়েছে। ট্রলারগুলো প্রতি দিনই টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচল করে। মাঝ পথে বিজিপির তল্লাশীর কারণে সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দাগণের মধ্যে আতংক দেখা দিয়েছে।
এব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল এসএম আরিফুর ইসলাম বলেন বিষয়টি সম্পর্কে শুনেছি। দ্বিপাক্ষিক যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...