
সাইফুদ্দীন মোহাম্মদ মামুন::
সেন্টমার্টিন দ্বীপে জেলা প্রশাসন ও কক্সবাজার সী-বীচ ম্যানেজমেন্ট কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী বীচ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এতে উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শফিউল আলম, সেন্টমার্টিন ইউনিয়ন চেয়ারম্যান নুর আহমদ, সৌজন্য যাত্রী সার্ভিস বোট মালিক সমবায় সমিতি লিঃ (রেজিং নং৮৪১) সভাপতি রশিদ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রাহমান, সার্ভিস বোট মালিক সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক মোঃ ছৈয়দ আলম, বাজার সমিতির সভাপতি সাবেক মেম্বার আব্দুর রাহমান, ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রাহমান,আব্দুর রব,আবু বক্কর মেম্বার, রেডিও নাফ টেকনাফের স্টেশন ম্যানেজার সিদ্দিক হোসেন, সেন্টমার্টিন রেডিও নাফ অফিসের ইনচার্জ সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, মোঃ জয়নাল আবেদীনসহ অন্যন্য মেম্বারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হোটেল ও দোকান মালিকগণ, বীচ কর্মীরা এবং প্রশাসনের লোকজন। অভিযানের পাশাপাশি দোকান ও হোটেলের সামনে বর্জ্য ফেলার জন্য ঝুড়ি বসানো হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও প্রতিবেদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনকে বলেন, প্রত্যেক জায়গায় চেয়ারম্যান মেম্বারের কমিটির মাধ্যমে জেটি থেকে শুরু করে যতদূর পর্যন্ত মূল দোকানের সামনে ছোট ছোট অবৈধ স্থাপনা তৈরী করে বাড়ানো হয়েছে সেগুলো পর্যটক ও দ্বীপের স্বার্থে সরিয়ে ফেলার জন্য অভিযানটি ০৮ মার্চ থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে। অন্যদিকে একইদিন বিকাল ৪টায় সেন্টমার্টিন রেডিও নাফ সাব অফিসের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে রেডিও নাফের কর্মকর্তা -কর্মচারীরা,স্থানীয় ব্যক্তিবর্গ ও পর্যটকরা অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত