ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ৯:২৮ এএম

পরিবেশ সংকটাপন্ন এলাকা সেন্টমার্টিন দ্বীপের জমিতে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের নামে থাকা সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে। জানা গেছে, দ্বীপের দক্ষিণ পাড়ায় রাস্তার পাশে তার নামে এক একর ৭৫ শতাংশ জমি রয়েছে। সেটি বড় একটি ফটক দিয়ে কাঁটাতারের ঘেরা দেওয়া হয়। জমিতে পাথরের স্তূপও পড়ে আছে। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠার পর সাইনবোর্ডটি সরিয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, বেনজীরের জমিগুলো দেখাশোনা করেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুর রহমান। এ বিষয়ে আবদুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সম্প্রতি দুর্নীতির অভিযোগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। স্থানীয় ভূমি রেজিস্ট্রি অফিসের নথিপত্র ঘেঁটে দেখা যায়, সেন্টমার্টিনের জিনজিরা দ্বীপ মৌজার ১০৩০ নম্বর খতিয়ানের ১৭৮৬ দাগে ৮.২৫ শতাংশ, একই দাগে ১৪.১৪ শতাংশ, ৪৫ শতাংশ, ৩৫ শতাংশ ও ৪০ শতাংশ জমি আছে বেনজীরের নিজ নামে। এ ছাড়া ১৭২৫ দাগে আছে ২২ শতাংশ জমি। জমির নামজারিতে মালিকের নাম দেওয়া হয়েছে হারুনুর রশিদের পুত্র বেনজীর আহমেদ। ঠিকানা ব্যবহার করা হয় গোপালগঞ্জের সদর উপজেলার হোল্ডিং নম্বর ১৬৬। তার জমির খতিয়ানের নামজারি ও জমাভাগ মামলা নম্বর ছিল ৩৫৫ (আই)/২০১৪-১৫। ১২/২/২০১৫ তারিখের আদেশ মতে খতিয়ানটি সৃজন করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়।

জমিটির বিক্রেতা স্থানীয় মৌলভী আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যরা। খতিয়ানটিতে বেনজীরের মোট জমির পরিমাণ এক একর ৬৮.২৫ শতাংশ।

জানা গেছে, স্থানীয়রা জমিটি ‘বেনজীর স্যারের জমি’ হিসেবেই চেনেন। জমির সীমানা রক্ষার জন্য কোরাল পাথর তুলে এনে স্তূপ করে রাখা হয়। পাশাপাশি কংক্রিটের পিলার দিয়ে জমির চারদিকে সীমানা দেওয়া হয়। বানানো হয়েছে বড় একটি গেট, যা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াইসিএ আইন ১৯৯৫, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ আইন এবং পরিবেশ আইনের সম্পূর্ণ পরিপন্থি।

সেন্টমার্টিনে বেনজীরের জমির বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফফাত আলী বলেন, বেনজীর ২০১৫ সালে দ্বীপে জমি কিনেছেন। সে সময় জেলা প্রশাসনের অনুমতি নিয়েছিলেন কিনা সেটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে বতর্মানে দ্বীপে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া জমি বেচাকেনা বন্ধ রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের বিক্ষোভ: বিএনপি পিআর বুঝে না, প্রশাসনকে হুঁশিয়ারি

কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ...

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...