প্রকাশিত: ১৪/০৯/২০১৭ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৬ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
মিয়ানমারে ৩০০ জাতিস্বত্তা রয়েছে। কিন্তু শুধু মাত্র রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বর হামলা মেনে নেওয়া যায়না। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সম্প্রীতির মেলবন্ধনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মারমা ও চাক সম্প্রদায়সহ নানা জাতি বসবাস করে আসছেন। সেই সম্প্রীতি মিয়ানমারেও দরকার।
মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যুতে এসব কথা বলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।

তিনি বলেন, ‘২০১৬ সালে বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনেন। আমি মনে করি শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি চাইলে মিয়ানমারের রাখাইন প্রদেশে শান্তি ফেরাতে পারেন। মিয়ানমারে রোহিঙ্গাদেরকে
অধিকার দেওয়া উচিত। তাঁরা অবশ্যই সে দেশের নাগরিকের স্বীকৃতি পাওয়ার দাবিদার। আর তা সম্ভব না হলে রোহিঙ্গাদের ওপর দমন নিপীড়ন ও অত্যাচার চলতে
থাকবে।’

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষকে হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালানো হচ্ছে। প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে উঠছেন হাজার হাজার রোহিঙ্গা।
জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে স্থানীয় লোকজনের দাবি, এই সংখ্যা আরও বেশি। এছাড়াও
নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা। এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর। কিন্তু এর কোন তোয়াক্কা না করে রাখাইনে ফের সেনা মোতায়েন করে মিয়ানমার।

পাঠকের মতামত

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ...