প্রকাশিত: ০৪/০২/২০১৮ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৭ এএম

মিয়ানমারের নেত্রী অং সান সুচির ইয়াঙ্গুনের বাড়িতে বৃহস্পতিবারের কথিত পেট্রোল বোমা হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে সে মানসিকভাবে অসুস্থ। মিয়ানমার পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখবর জানিয়েছে শনিবার। পুলিশের দাবি, মানসিকভাবে অপ্রকৃতিস্থ আটক ব্যক্তি সু চির বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছিল বলে নিজেই স্বীকার করেছে। খবর বাংলানিউজের।

ইয়াঙ্গুনে সুচির হ্রদতীরবর্তী বাড়িতে কথিত পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনাটি যখন ঘটে, সু চি তখন সেখানে ছিলেন না। একটি ওয়াটার পাইপ পুড়ে যাওয়ার বাইরে হামলায় বাড়িটির কোনো ক্ষতি হয়নি। ইয়াঙ্গুন পুলিশের ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে দাবি করা হয়,ঘটনার সময় একজন প্রত্যক্ষদর্শীর তোলা ছবি দেখেই তারা উইন নাইং(৪৮) নামের ওই লোককে শুক্রবার ভোরে আটক করে। রিপোর্টে বলা হয়, ‘সে (উইন নাইং) স্বীকার করেছে, সে একটি পেট্রোল ভরা বোতল নিয়ে তাতে আগুন ধরিয়ে (সু চির) বাড়ি লক্ষ্য করে ছুড়ে মারে।’ উইন নিয়াং একটি নির্মাণ কোম্পানিতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে। তার মাথায় গোলমাল রয়েছে। এ সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। উইন নিয়াং পুলিশকে নাকি বলেছে, জাদুটোনার বশেই সে সু চির বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারতে প্রলুব্ধ হয়েছে। সুচি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এই ঘটনায় যেমন, তেমনি ঠিক এক বছর আগে নিজের শীর্ষ আইনজীবী বা শীর্ষ আইনি পরামর্শক কো নি–কে হত্যার পরও তিনি নীরব ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...