প্রকাশিত: ০২/০৯/২০১৭ ২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১১ পিএম

নিউজ ডেস্ক:
মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি ফের আহবান জানিয়েছে তুরস্ক।
শুক্রবার পবিত্র ঈদুল আজহার দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসওগলু এই আহ্বান জানান।
মেভলুত কাবুসওগলু ঘোষণা করেছেন, বাংলাদেশ সীমান্ত খুলে দিলে রোহিঙ্গাদের জন্য যা খরচ হবে তার সবটাই বহন করবে তুরস্ক।
তিনি আরো বলেন, আমরা ওআইসিভুক্ত দেশগুলোর সাথে যোগাযোগ রাখছি। খুব শীঘ্রই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মেলন হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য তুরস্কের মতো আর অন্য কোনো দেশ সাহায্যে নিয়ে এগিয়ে আসেনি। তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান ইতিমধ্যে রোহিঙ্গাদের সমস্যা কিভাবে সমধান করা যায় তা নিয়ে ১৭টি সরকার প্রধানের সাথে টেলিফোনে কথা বলছেন।

পাঠকের মতামত

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...