প্রকাশিত: ১০/০২/২০১৮ ১০:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৬ এএম

সাতক্ষীরা প্রতিনিধি,

সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত নদী কালিন্দি থেকে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(১০ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাম আবু বাক্কার (১৯)। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঠালবাড়িযা গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানান,কাজের সন্ধানে ৩-৪ মাস আগে আবু বাক্কার সীমান্ত নদী কালিন্দি পার হয়ে ভারতে যায়। দীর্ঘ দিন ভারতে থাকার পর সেখানে অসুস্থ অবস্থায় অবৈধ ভাবে বাড়ীতে ফেরার পথে ভারতীয় বিএসএফ এর ধাওয়া খেয়ে কালিন্দী নদীর পানিতে ডুবে সে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। আজ বিকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আবু বাক্কার ভারত থেকে অবৈধভাবে বাড়ি ফেরার পথে সীমান্ত নদী কালিন্দীর পানিতে ডুবে মারা গেছে।

তিনি আরো জানান, নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...