নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ২০/১০/২০২২ ৭:১২ এএম

নাইক্ষ‌্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার দিক-নির্দেশনায়। এসআই পাভেল মল্লিক ও এএসআই শ‌্যামলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায়। বুধবার ১৯ অক্টোবর সন্ধ‌্যার দিকে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে যাত্রীবাহী বাস তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ১০০০ হাজার প‌্যাকেট বিদেশী সিগারেটসহ ফরিদুল আলম(২৬) নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব‌্যক্তি: উখিয়া উপজেলার পালংখালী ইউপির গয়ালমারা এলাকার আহাম্মদ হোসেনের ছেলে ফরিদুল আলম(২৬)।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক যাত্রীবাহী বাস তল্লাসী করে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ১০০০ হাজার প‌্যাকেট বিদেশী সিগারেটসহ একজনকে আটক করাহয়।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

এ প্রসঙ্গে নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহ বলেন আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে লার্নিং অ্যান্ড শেয়ারিং অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের নিয়ে “রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা” শীর্ষক ...