প্রকাশিত: ১৬/০৩/২০১৭ ১১:৪৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণে ছিন্নভিন্ন এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জঙ্গি আস্তানার বিস্ফোরক উদ্ধার করার সময় শিশুটির লাশ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে শিশুটি আত্মঘাতি নারীর।

ওই বাড়িতে এ নিয়ে এক নারী ও তিন পুরুষসহ মোট পাঁচজনের লাশ পাওয়া গেল।

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ‘ছায়ানীড়’ নামের দুইতলা ওই বাড়ির সিঁড়িতে একতলা ও দোতলার মাঝামাঝি স্থানে যেখানে এক নারীর লাশ পড়েছিল, তার পাশেই আনুমানিক ছয় বছর বয়সী ওই শিশুর লাশ পাওয়া যায়। সকালে অভিযানের সময় জঙ্গিরা যখন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, তখনই শিশুটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বিকেলে ওই বাড়ি ঘিরে ফেলার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সোয়াট ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ওই বাড়িতে অভিযান শুরু করেন।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...