প্রকাশিত: ১১/০৫/২০১৭ ৭:৩৪ এএম

বিশেষ প্রতিনিধি::

কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লীতে দিনদুপুরে ছিনতাইকারীদের ‍ছুরিকাঘাতে জসিম উদ্দীন (২০) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার (১০ মে) সকাল ৯টায় বাসা থেকে বের হওয়ার পথে এই ঘটনা ঘটে। আহত জসিম উদ্দীন ওই এলাকার আলী আহামদের পুত্র ও কক্সবাজার সিটি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
আহত জসিম উদ্দীন জানান, তিনি প্রাইভেট পড়াতে বাসা থেকে বের হয়ে দক্ষিণ রুমালিয়ার ছড়া ও সাহিত্যিকা পল্লী সংযোগস্থলে পৌঁছলে দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার ছিনতাইকারী দল আবছার বাহিনীর প্রধান নূরুল আবছার ও তার সহযোগী সালাহ উদ্দীন ছিনতাইয়ের উদ্দেশ্যে জসিম উদ্দীনের উপর হামলে পড়ে। এসময় ছিনতাইকারীরা জসিমের মোবাইল নিয়ে টানাটানি করে। কিন্তু জসিম মোবাইল ছাড়েনি। এতে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা জসিমকে শরীরের বিভিন্ন অংশে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এতে জসিম গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে অনেক দূর থেকে বাড়ির সামনে গিয়ে এলাকার লোককে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে ক্ষিপ্ত হয়ে উঠেছে সাহিত্যিকা পল্লীর সমাজ কমিটির নেতারা। তারা যে কোনো মূল্যে ওইসব ছিনতাইকারী চক্রতে প্রতিরোধ করতে একাট্টা হয়েছে। এই জন্য তারা প্রশাসনের সহযোগিতাক কামনা করেছেন।
অন্যদিকে ছাত্র জসীম উদ্দীনকে ছুরিকাঘাত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদ। কলেজের অধ্যক্ষ ক্যথিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক ও শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী নিন্দা জানিয়ে অবিলম্বে জসীমকে ছুরিকাঘাতকারী ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টামূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

গহীন পাহাড়ে কঠোর প্রশিক্ষণ, যা বললেন কুকি চিনের আকিম বম

বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নারী শাখার বান্দরবান সদর ও ...

নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাচন বর্জনে জেলা বিএনপির লিফলেট বিতরণ

বান্দরবান জেলার আসন্ন নাইক্ষ‌্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বান্দরবান জেলা বিএনপির দিনব‌্যাপি লিফলেট বিতরণ করা ...

নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে অভিযান, ৮টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে দুর্বৃত্তদের আস্তানায় হানা দিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম ...