প্রকাশিত: ০৩/১২/২০১৮ ৮:৫১ এএম

উখিয়া নিউজ ডটকম : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ রোববার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সব হিসাব-নিকাশ শেষে সারাদেশে ২ হাজার ২৭৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানা কারণে বাতিল করা হয়েছে ৭৮৬ জনের মনোনয়নপত্র।

এরআগে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে সারাদেশে দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

ইসি’র প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ৩-৫ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রাখা হয়েছে। ৬-৮ ডিসেম্বরের মধ্যে দাখিলকৃত আপিল শুনানীপূর্বক নিষ্পত্তি করা হবে।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...