উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০১/২০২৫ ৮:৫৪ পিএম , আপডেট: ৩০/০১/২০২৫ ৯:১৭ পিএম

বিশ্বে সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। স্কোর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সামরিক বাহিনীর আকার, আর্থিকভিত্তি, লজিস্টিক্যাল সক্ষমতা ও জিওগ্রাফি।

তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির অবস্থান ৩৭তম।

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকও সামরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। দেশটির অবস্থান ৪৩তম।

সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছরই একটি তালিকা প্রকাশ করে। ২০২৫ সালেও ১৪৫টি দেশের সামরিক শক্তির অবস্থান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

তালিকায় সামরিক শক্তিতে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাশিয়া। চীন ও ভারতের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।

এশিয়ার দেশগুলোকে নিয়ে ‘এশিয়ান মিলিটারি স্ট্রেন্‌থ, ২০২৫’ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এখানে বাংলাদেশের অবস্থান ১৭তম। আর এশিয়ার এই র্যাকিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...