উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ৮:১৩ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের পুত্র রাকিবুল ইসলাম এবং একই ইউনিয়নের কানিয়াছড়া এলাকার শামসুল ইসলামের পুত্র জিহাদ (১৯)। তারা সম্পর্কে আপন ফুফাতো মামাতো ভাই।

নিহতের সফরসঙ্গী সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ৩টি বাইক নিয়ে ৬ বন্ধু রাঙামাটির সাজেক যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে কক্সবাজার অভিমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে তারা ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আরোহী দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এই জায়গায় প্রায়ই সময় এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এদিকে পার্বত্য বান্দরবান জেলার লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃেত্বে পুলিশের একটি টীম আজিজনগর চাস্বি বাজার হতে ঘাতক ট্রাক চালক মোঃ আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারি জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করেছে। এসময় ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ জানান, জাঙ্গালিয়া সড়ক দুর্ঘটনায় ঘাতক পিকআপটি আজিজনগরের দিকে গেছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ গাড়িটিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় আজিজনগর চাস্বি মফিজ বাজারে আটক করতে সক্ষম হয়। যেহেতু দুর্ঘটনাটি দোহাজারী হাইওয়ের আওতাধীন এলাকার তাই বিষয়টি দোহাজারী হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

আটককৃতদের ও ঘাতক গাড়িটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে টীম পাঠানো হয়েছে।

মৃত্যুর খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, তদন্ত ওসি রবিউল খাঁন, থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম ছুটে যান হাসপাতালে।

নিহত রাকিবুল ইসলামের বড় ভাই হানি ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এ ঘটনায় নিহত রাকিব ও জিহাদের পরিবারের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় বাকরুদ্ধ, আনন্দময় সেই স্বপ্নযাত্রা এক মুহূর্তে শেষ হয়ে গেছে।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...