উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৯/২০২২ ৭:২৩ এএম

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম কক্সবাজারের আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন, সাধারণ জনগনের কাছে পুলিশী সেবা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেছেন, সরকার কক্সবাজার জেলার সেবার জন্য আমাকে প্রেরণ করেছেন। আমি জেলার সার্বিক সেবা নিশ্চিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আসেন পুলিশ সুপার। এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মো. মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, মো. নজিবুল ইসলাম সহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজার-৪ : মনোনয়ন নিয়ে কেন্দ্রীয় বৈঠকে চার নেতার মূল্যায়ন সম্পন্ন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছিল। অবশেষে ...

কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় উখিয়ার ...