নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ৮:২৯ এএম

উখিয়ার রাজাপালং পালং গার্ডেন সংলগ্ন এলাকায় সিএনজির ধাক্কায় আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মিজানুর রহমান (২৬)।

মঙ্গলবার(২৪ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মিজানুর রহমান রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া এলাকার বাসিন্দা এবং কাজী জামাল উদ্দিনের ছেলে।

সূত্র জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) রাত আনুমানিক নয়টার দিকে পালং গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন, বিশেষ করে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর ১৮ জুন বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মিজানুর রহমান একটি এনজিও তে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

পাঠকের মতামত

কার্যক্রম বন্ধের নির্দেশ প্রশাসনেরপ্যারাসেলিং থেকে ছিটকে গিয়ে ঝাউগাছে ঝুলেছিলেন পর্যটক

কক্সবাজার সৈকতে রোমাঞ্চকর ‘প্যারাসেলিং’ নিয়ম না নেমে পরিচালিত হওয়ায় বারবার দুর্ঘটনার কারণে বিপদজ্জনক হয়ে উঠেছে। ...

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা একবছরের ব্যবধানে অর্ধেকের নিচে

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় ১৩ লাখের বসবাস এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪ ...