প্রকাশিত: ০৭/০২/২০১৮ ৫:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৬ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::
কোনো দুর্নীতি করেননি দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মিথ্যা মামলায় ক্ষমতাসীনরাই যেন রায় ঠিক করে দিচ্ছে। বুধবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খালেদা জিয়া বলেন, ‘মিথ্যা মামলায় আমার কিছুই হবে না। আমি বেকসুর খালাস পাব। আদালতের রায় দেয়ার আগেই আমার জেল হবে, যেন বিচারক নয় ক্ষমতাসীনরাই আমার রায় ঠিক করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘দেশবাসীর উদ্দেশে বলতে চাই- আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। আমি কোনো দুর্নীতি করিনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদদু আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

এদিকে, সংবাদ সম্মেলন চলাকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে রীতিমতো মহড়া দিতে দেখা যায়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। এই মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।

পাঠকের মতামত

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...