প্রকাশিত: ২২/০১/২০১৯ ৯:৩৯ এএম

নিউজ ডেস্ক::
বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব, সুরকার, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রাতে হার্ট অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গণমাধ্যমে এ খবরটি নিশ্চিত করেন তার ছেলে সামির আহমেদ।

উল্লেখ্য, আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। ১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প বা ঢালিউডসহ সংগীত শিল্পে সক্রিয় ছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...