উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০২/২০২৩ ৫:০১ পিএম

জান্তা সরকার ক্ষমতা নেয়ার পর ষষ্ঠ দফায় মিয়ানমারের কয়েকজন কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের নিষেধাজ্ঞার লক্ষ্য দেশটির ৯ কর্মকর্তা ও ৭ ব্যবসা প্রতিষ্ঠান । খবর রয়টার্স।

গতকাল সোমবারের (২০ ফেব্রুয়ারি) খবরে বলা হয়, নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত রয়েছে মিয়ানমারের জ্বালানিমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এবং সেনাবাহিনীকে জ্বালানি, অস্ত্র ও তহবিল সরবরাহকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

এর মাধ্যমে সব মিলিয়ে ইইউর নিষেধাজ্ঞার কবলে পড়ল মিয়ানমারের ৯৩ জন ব্যক্তি ও ১৮ প্রতিষ্ঠান।

দুই বছর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হাতে তুলে নেয় দেশটির সেনাবাহিনী। এর পর থেকেই মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে।

গত বছর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এক প্রতিবেদনে জানায়, এ সময়ের মধ্যে দেশটির অন্তত ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশ ছেড়েছে প্রায় ৭০ হাজার মানুষ। প্রতিবেদনে জাতিসংঘ তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলে।

মূলত এসব ঘটনার জেরেই বারবার পশ্চিমা বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার দিকে ঠেলে দিচ্ছে মিয়ানমারকে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...