প্রকাশিত: ২৮/১২/২০১৬ ৭:৫৩ এএম , আপডেট: ২৮/১২/২০১৬ ৭:৫৩ এএম

নিউজ ডেস্ক::

রঙয়ের শহর ঢাকা থেকে বন্ধুর সাথে হবিগঞ্জ জেলার মাধবপুরে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন কক্সবাজার শহরের কলাতলী এলাকার পলিটেকনিক্যাল কলেজ শিক্ষার্থী মহিউদ্দিন রাজা (মাহী)। তিনি ঢাকার বন্ধু এক শিল্পপতির ছেলের সাথে মাধবপুরে গিয়েছিলেন।রোববার বিকেলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে সাঁতার কাটতে গিয়ে ঢুবে মারা যান তিনি। পরে দমকল বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মাহীর মরদেহ উদ্ধার করে।

মহিউদ্দিন রাজা (মাহী) কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি ঢাকা ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।

নিহত মহিউদ্দিন রাজার পারিবারিক সূত্র জানিয়েছেন, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের বাসিন্দা ও এফএল গ্রুপের মালিক ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রানা শুক্রবার তার বন্ধুকে নিয়ে মাধবপুরে বেড়াতে যান। তিনি ওই এলাকার সাতছড়ি জাতীয় উদ্যানসহ বিভিন্ন দর্শণীয় এলাকা ঘুরে দেখান বন্ধুদের।

সূত্র মতে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রানা তার ৪ বন্ধুকে নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিন বন্ধু সাঁতরে পুকুরের তীরে উঠে আসতে পারলেও কক্সবাজারের মহিউদ্দিন রাজা মাঝপুকুরে তলিয়ে যান।

 

মহিউদ্দিন রাজার বড় ভাই কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, মাধবপুর দমকল বাহিনীর ডুবুরী দল ঘটনাস্থলে এসে তার ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম পলাশ সাংবাদিকদের জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। মাহীর অভিভাবকদের বক্তব্যের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে মহিউদ্দিন রাজার মরদেহ হবিগঞ্জ জেলা থেকে মঙ্গলবার ভোরে কক্সবাজার আনা হয়েছে। ভোর ৪টার দিকে মরদেহবাহী গাড়িটি শহরের কলাতলীর বাড়িতে এসে পৌঁছায়। সকাল ৯টার দিকে ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে মাহীর জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। সুত্র:: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

টানা ১০ দিন ঝরবে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার ...

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ...