মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৭/১০/২০২২ ৭:২১ পিএম

কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে শাহীনুল হক মার্শাল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নি অফিসার ও জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানা গেছে

প্রকাশিত ফলাফল অনুযায়ী কক্সবাজার জেলার ৯ টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহীনুল হক মার্শাল আনারস প্রতীক নিয়ে মোট ৫৭৮ ভোট পেয়েছেন। অপরদিকে, মটর সাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৩৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ চৌধুরীর চেয়ে শাহিনুল হক মার্শাল ১৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কেন্দ্র ভিত্তিক ফলাফল :

উখিয়া কেন্দ্র :
আনারস-৪৫ ভোট এবং মোটরসাইকেল-২১ ভোট।

কক্সবাজার সদর কেন্দ্র : আনারস-৪৭ ভোট এবং মোটরসাইকেল-৩৩ ভোট।

রামু কেন্দ্র :
আনারস ৬৩ ভোট এবং মোটরসাইকেল ৭৯ ভোট।

পেকুয়া কেন্দ্র :
আনারস-৬৫ ভোট এবং মোটরসাইকেল-২৭ ভোট।

টেকনাফ কেন্দ্র :
আনারস-৫৩ ভোট এবং মোটরসাইকেল – ৪০ ভোট।

কুতুবদিয়া কেন্দ্র :

মোটরসাইকেল-৪৩ ভোট এবং আনারস-৩৬ ভোট।

চকরিয়া কেন্দ্র :
আনারস ১৩৯ ভোট এবং মোটরসাইকেল ৫১ ভোট।

ঈদগাঁহ কেন্দ্র :
আনারস ৩৫ ভোট এবং মোটরসাইকেল ৩০ ভোট।

মহেশখালী কেন্দ্র :
আনারস ৪৬ ভোট এবং মোটরসাইকেল ৪২ ভোট।

অপরদিকে, প্রজাপতি প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ বড়ুয়া পেয়েছেন ৯ ভোট এবং তালগাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার পেয়েছেন ১ ভোট।

মোট ৯৯৪ ভোটের মধ্যে ৯ টি কেন্দ্রে ৯৮৮ ভোট কাস্ট হয়েছে। ৫ টি ভোট বাতিল হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...