প্রকাশিত: ০৩/০১/২০১৯ ৮:০৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
পড়ালেখা থেকে শুরু করে গৃহবধু পর্যন্ত সরাসরি রাজনীতির সাথে জড়িত না থাকলেও শাহিন আক্তার চৌধুরী হঠাৎ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশেষ করে খেটে খাওয়া দিন মজুর শ্রমিকের মধ্যে একটি ইতিবাচক অনুভূতি বিরাজ করতে দেখা গেছে। এর সাথে যোগ হয়েছে চিরাচরিত প্রথা অনুযায়ী নির্বাচন পরবর্তী উখিয়ায় বিভিন্ন প্রকার সহিংস ঘটনা, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, হানাহানি, একে অপরকে নিয়ে অমার্জনীয় সমালোচনার মতো কোন পরিবেশ নেই বললেই চলে। উখিয়া থানা প্রশাসন বলছেন, এলাকার পরিবেশ আপাতত শান্ত। জনশ্রুতি রয়েছে কক্সবাজার-০৪ (উখিয়া টেকনাফ) আসনে যে দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় সে দল সরকার গঠন করে, অনুরূপ এবারের নির্বাচনেও তাই প্রমাণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ রেকর্ড সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। উখিয়ার বর্ণাঢ্য রাজনীতিবিদ মরহুম নুরুল ইসলাম চৌধূরী উত্তরসূরী শাহিন আক্তার চৌধূরী ডিগ্রি পাস করে বিয়ের পিঁড়িতে বসেন। কিছুদিন শ্বশুড়বাড়ি টেকনাফের বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম এজাহার মিয়া কোম্পানির নিজস্ব ভবনে বসবাস করলেও পরবর্তীতে ছেলে মেয়েদের মানসম্মত পড়ালেখায় উচ্চ শিক্ষিত করার মানসে তিনি টেকনাফ ত্যাগ করে ঢাকায় বসবাস শুরু করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কোন প্রকার ওজর আপত্তি ছাড়া সরাসরি শাহিন আক্তার চৌধুরীকে মনোনয়ন দিলে মুহুর্তের মধ্যে পাল্টে যায় উখিয়ার নির্বাচনী পরিবেশ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, দিন মজুর থেকে শুরু করে শীর্ষ স’ানীয় রাজনীতিবিদরা শাহিন আক্তার চৌধূরীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাতে দেখা গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধূরী জানান, শাহিন চৌধুরী মনোনয়ন পাওয়ার পর থেকে বিভিন্ন দলের সমর্থক নেতাকর্মী তার সাথে গোপনে ও প্রকাশ্যে যোগাযোগ করে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। যেসব নেতাকর্মীরা প্রকাশ্যে শাহিন চৌধূরীকে সমর্থন করতে পারেনি তারা গোপনে বিভিন্নভাবে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করেছে। যার ফলে শাহিন চৌধুরী বিশাল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হতে সক্ষম হয়েছে। গৃহবধু থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শাহিন আক্তার চৌধুরী জানান, সাধারণ মানুষের প্রতি তার ভালবাসা কোন দিন ভোলার মতো নয়। তাই আগামী ৫ বছর সংসদ সদস্য থাকাকালীন তিনি বিশেষ করে হতদরিদ্রের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, এলাকার পিতামাতাহীন শিশু-কিশোর মেয়েদের পড়ালেখা ও তাদের কর্মসংস’ানের ব্যাপারে উদ্যোগ নেবেন। সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহিন আকতার চৌধুরী কক্সবাজার জেলা পরিষদ সদস্য হুমায়ূন কবির চৌধুরীর ছোট বোন ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর বড় বোন।

পাঠকের মতামত

শিশুর অপুষ্টি রোধ ডব্লিউএফপিকে স্কুল ফিডিং বাড়ানোর আহ্বান

বাংলাদেশে শিশুদের অপুষ্টি সমস্যা মোকাবিলায় ডব্লিউএফপি’র স্কুল ফিডিং কর্মসূচিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র ...

বাঁকখালীতে উচ্ছেদ অভিযান – প্রশাসনকে লক্ষ্য করে হা’ম’লায় পুলিশ সদস্য আহত

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে প্রশাসনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ, পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ...