প্রকাশিত: ২১/০৩/২০২২ ৯:৫৩ এএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

গতকাল রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত ২৪ ফেব্রয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত দু’দেশের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে।

কিন্তু এসব বৈঠকে ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কোনে সমঝোতা হয়নি। রাশিয়ার সঙ্গে যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে দুই দেশের মধ্যকার যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে।
জেলেনস্কি বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমি গত দুই বছর ধরে প্রস্তুত ছিলাম। আমি মনে করি যে আলোচনা ছাড়া আমরা এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারি না’।

জেলেনস্কি আরও বলেন, সম্প্রতি তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন তাতেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ওই বৈঠকের একমাত্র ফলাফল ছিল রুশ বাহিনীর হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালানো বেসামরিক নাগরিকদের নিরাপদ চলে যাওয়ার সুযোগ দেয়া।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে।

পুতিন একইসঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনীর হামলার কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্র পশ্চিমা দেশগুলোর নীরবতা ইউক্রেনকে আরো বেশি ধৃষ্ট করে তুলবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...