
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রামু থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব জানিয়েছেন, রোববার (১৬ নভেম্বর) কামালকে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে অডিওর কণ্ঠস্বর কামালের সঙ্গে মিলে যাওয়ায় তাকে সংশ্লিষ্ট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রামু থানায় কর্মরত এই পুলিশ কর্মকর্তার শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে করা তির্যক মন্তব্যের একটি অডিও ক্লিপ গতকাল শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ১ মিনিট ৭ সেকেন্ডের ওই অডিওতে কামালকে বলতে শোনা যায়, রক্ত বের হয়নি, কিছু হয়নি। এই যে পড়েছে, দৌঁড়েছে (আবু সাঈদ), একটুও রক্ত বের হইছে? গুলি করলে তো রক্ত বের হবে।
বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশ কামালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

পাঠকের মতামত