মিয়ানমারে সংঘাত, থাই সীমান্ত দিয়ে পালালো শতাধিক সেনা
মিয়ানমারে জাতিগত বিদ্রোহীদের তীব্র হামলার জেরে শনিবার (১২ জুলাই) পাঁচশ’র বেশি মানুষ পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় ...
লেবাননে ফিলিস্তিনের শরণার্থী শিবির বুর্জ শেমালিতে বন্দুক হামলায় চার জন নিহত হয়েছেন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলের ওই শরণার্থী শিবিরে এক হামাস সমর্থকের একটি জানাজার সময় বন্দুকধারীরা ওই হামলা করে। খবর আরব নিউজের।
হামাস এক বিবৃতিতে সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে, ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সদস্যরা ওই বুর্জ শেমালি শরণার্থী শিবিরে হামলায় জড়িত।
হামাসের এক মুখপাত্র বলেন, জানাজার সময় ফাতাহ বন্দুকধারী সাধারণ নিরস্ত্র মানুষের উপর হামলা চালায়।
তবে এই বিষয়ে ফাতাহ বা লেবানন সরকার তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি।
পাঠকের মতামত