প্রকাশিত: ১৩/১২/২০২১ ২:৫৫ পিএম

লেবাননে ফিলিস্তিনের শরণার্থী শিবির বুর্জ শেমালিতে বন্দুক হামলায় চার জন নিহত হয়েছেন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলের ওই শরণার্থী শিবিরে এক হামাস সমর্থকের একটি জানাজার সময় বন্দুকধারীরা ওই হামলা করে। খবর আরব নিউজের।

হামাস এক বিবৃতিতে সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে, ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সদস্যরা ওই বুর্জ শেমালি শরণার্থী শিবিরে হামলায় জড়িত।

হামাসের এক মুখপাত্র বলেন, জানাজার সময় ফাতাহ বন্দুকধারী সাধারণ নিরস্ত্র মানুষের উপর হামলা চালায়।

তবে এই বিষয়ে ফাতাহ বা লেবানন সরকার তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...