প্রকাশিত: ১১/১০/২০১৬ ৯:০৮ পিএম

এম.বশিরুল আলম,লামাঃ
আগামী ১৬ অক্টোবর মার্মা সম্প্রদায়ের প্রধান উৎসব “ওয়াগোয়াই পেয়ে” উপলক্ষ্যে লামার ৬৪ টি বৌদ্ধ বিহারের কমিটির হাতে নগদ অর্থ তুলেদেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিহারের আশ-পাশের পাড়া-পল্লী ও জনসংখ্যা বিবেচনায় রেখে কর্তৃপক্ষ ৩২ মে:টন খাদ্য শস্য বরাদ্দ দেন। ১১ অক্টোবর দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে খাদ্য শস্যের আনুপাতিক বিভাজন পূর্বক আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ করেন। এসময় লামা পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, গজালিয়া চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা, লামা সদর চেয়ারম্যান মিন্টু কুমার সেন, বীরমুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহামান উপস্থিত ছিলেন।

এদিকে প্রভারণা পূজাকে ঘিরে লামায় পাহাড়ী পাড়াগুলো নতুন সাজে সাজছে। ঘরে ঘরে চলছে পিঠা তৈরি, ফানুস উড়ানো, মঙ্গল প্রদীপ প্রজ্জলনসহ তিনদিন ব্যপি নানা আয়োজনের প্রস্তুতী। আগামী ১৬ অক্টোবর থেকে তিন দিন ব্যপি এ উৎসব চলবে বলে কেন্দ্রীয় প্রভারণা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানায়।

পাঠকের মতামত

খুনিদের শাস্তির দাবিতে ফুঁসে উঠলো জনতা উখিয়ায় নিহত কামাল মেম্বারের জানাজায় শোকাহত মুসল্লির ঢল

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেন ...

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনীম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ...