কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় র্যাবের সোর্স পরিচয়ে এবং র্যাব কর্মকর্তাদের নাম ব্যবহার করে মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, ডাকাতি, অপহরণ ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে মোস্তাক আহম্মেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার (৬ আগস্ট) রাতে রামু উপজেলার চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৫ এই যুবককে আটক করে। আটক মোস্তাক আহম্মেদ টেকনাফ উপজেলার পানখালী এলাকার কালা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি মোস্তাক আহম্মেদ র্যাবের সোর্স পরিচয়ে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছিলেন। র্যাবের সিনিয়র কর্মকর্তাদের নাম ব্যবহার করে ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে সে এসব অর্থ আদায় করতো। তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, মাদক ছিনতাই, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, ডাকাতি ও অপহরণচক্র গড়ে ওঠে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ওই চক্রের হোতা মোস্তাককে গ্রেফতার করে।
সহকারী পুলিশ সুপার আরও জানান, মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও অস্ত্র, মাদক ও প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
আটককৃত মোস্তাক আহম্মেদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।