প্রকাশিত: ৩১/০৮/২০১৯ ৭:৪০ এএম

দেশি-বিদেশি কোনো পদক্ষেপেই কাটছে না রোহিঙ্গা সংকট। বাংলাদেশের পথে রোহিঙ্গাদের ঢলের দুই বছর পরও তাদের প্রত্যাবাসনের বিষয়ে অচলাবস্থা কাটেনি।

এমন অবস্থায়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের কাছ থেকে মধ্যস্থতা করার আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আর চীনকে এতে সম্পৃক্ত করা গেলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। খবর – পার্সটুডে

রোহিঙ্গা সঙ্কটের সবশেষ পরিস্থিতি তুলে ধরে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন তিনি। এ সময়, চলমান সঙ্কট সমাধানে কূটনীতিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এছাড়া যেসব এনজিও রোহিঙ্গাদের নানাভাবে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ভারত ও চীন রোহিঙ্গা সংকট সমাধানে সেভাবে বাংলাদেশের পাশে আসেনি।

বিশেষ করে চীন বড় দেশ, তাদের সমর্থন আমাদের দরকার। কারণ দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। চীনকে পাশে পাওয়া গেলে, নিরাপত্তা পরিষদে যদি সর্বসম্মত কোন সিদ্ধান্ত হয়, তাহলে পরিস্থিতি পাল্টে যাবে।

রোহিঙ্গারা যেসব দেশে অবস্থান করছে, সেসব দেশকেও পাশে টানার পরামর্শ দিয়েছেন এ বিশ্লেষক। তিনি বলেন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা, জাপানসহ ১৮/১৯টি দেশে বর্তমানে রোহিঙ্গারা অবস্থান করছে।

সংকট সমাধানে তাদেরকেও এ প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। তাহলে রোহিঙ্গা সংকট তখন শুধু বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তখন রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সিরিয়াস হতে বাধ্য হবে।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...