
উখিয়া নিউজ ডেস্ক:
চীন তার ভূ-রাজনৈতিক কক্ষপথে ক্রমাগত বেশি করে মিয়ানমারকে টেনে নিচ্ছে। রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের প্রতি আচরণ প্রশ্নে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়ছে। এমনকি কোনো কোনো দেশ ‘জাতিগত নির্মূল’ এবং ‘গণহত্যার’ জন্য মিয়ানমারের নেতাদের বিচার করার আহ্বান পর্যন্ত জানাচ্ছে। আক্রান্ত প্রতিবেশী দেশটির কাছ থেকে সুবিধাজনক ছাড় আদায় করার জন্য একে সুবর্ণ সুযোগ মনে করছে বেইজিং।
এই সঙ্কটপূর্ণ সময়ে চীন কেবল দেশটির বেসামরিক ও সামরিক নেতাদের সাথেই সম্পর্ক জোরদার করছে না, বরং সমন্বিত উপায়ে দেশটির সমন্বয় প্রক্রিয়া এবং এর রাজনৈতিক দৃশ্যপট বিনির্মানেও কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে মধ্যস্ততাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া, শান্তি-প্রক্রিয়াকে সমর্থন করা এবং বিদ্রোহী কিছু জাতিগোষ্ঠীকে রাজনৈতিক ছাতার নিচে নিয়ে আসা, বেসামরিক সরকার এবং দেশটির সামরিক নেতৃবৃন্দের মধ্যে সম্পর্ক উন্নত করা।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা ঘোষণা করার সাথে সাথেই মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী ড. থান মিয়ন্ত সাউথ এশিয়ান মনিটরকে বলেন, দেশের কাছে আর ‘কোনো বিকল্প না থাকায়’ মিয়ানমার অনিচ্ছা সত্ত্বেও প্রস্তাবটি গ্রহণ করেছে।
নিশ্চিতভাবেই বলা যায়, এসব উদ্যোগ থেকে বেইজিং বিপুলভাবে লাভবান হচ্ছে। মিয়ানমারের প্রতি চীনের দৃঢ় সমর্থনের পেছনে কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে। চীনা কূটনীতিকরা সাউথ এশিয়ান মনিটরকে সম্প্রতি বলেছেন, ‘চীনের কাছে মিয়ানমার এখন খুবই গুরুত্বপূর্ণ।’ ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের অংশ হিসেবে নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন উভয় দিক থেকেই এটি চীনের জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট। ওয়ান বেল্ট ওয়ান রোডের কৌশলগত পরিকল্পনায় চীনের পশ্চিমে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে এবং দক্ষিণে দক্ষিণ পূর্ব এশিয়ার বাকি অংশকে সংযুক্তকারী চীনের পরিবহন ও অর্থনৈতিক সংযোগে মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক ঝটিকা সফরের সময় যে অর্থনৈতিক করিডোরের কথা ঘোষণা করেন, সেই একই পর্যায়ে তিনি সাত লক্ষাধিক রোহিঙ্গা উদ্বাস্তের পুনর্বাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনায় মধ্যস্থতাও করেন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই যাতে চুক্তি বাস্তবায়ন হয়, সেজন্যও চীনারা পর্দার অন্তরালে কাজ করছে বলে মিয়ানমার সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সূত্র: সাউথএশিয়ান মনিটর।
পাঠকের মতামত