ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ৫:৩৭ পিএম , আপডেট: ১৯/০৭/২০২৫ ৮:৩১ পিএম

বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষের প্রতি অবিচার করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। বাংলাদেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব আমরা হতে দেব না।’

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে ‘জুলাই পদযাত্রা’ শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গত সরকার আমলে কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছিল। যেমন নারায়ণগঞ্জে গডফাদার ছিল, তেমনি কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনা ছিলেন প্রধান গডফাদার, আর তার অধীনে সারা দেশে ছোট ছোট গডফাদাররা বিস্তার করেছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা আর কোনো নতুন গডফাদার তৈরি হতে দেব না।’

পর্যটন নিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ কক্সবাজারে পর্যটন শিল্পের নামে লুটপাট ও উচ্ছেদ চালিয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে উঠুক—যেখানে কক্সবাজারের মানুষের অধিকার ও স্বার্থ নিশ্চিত হবে।’

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে একটি সমস্যা হিসেবে থেকে গেছে। তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, তারা অধিকারহীন ও রাষ্ট্রহীন। তবে এর সমাধান এটা নয় যে, বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব পালন করে যাবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে কক্সবাজারের মানুষকে অবিচারের শিকার করা ঠিক নয়। তাদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়—এই বিষয়গুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, ড. ইউনূসের প্রতি এবং বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই—রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান করুন। তাদের যেন সম্মান ও অধিকারসহ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।’

এর আগে দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। কর্মীরা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর এনসিপির নেতারা পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে যোগ দেন।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...