প্রকাশিত: ১৬/০৯/২০১৭ ৭:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৯ পিএম

নিউজ ডেস্ক::

টেকনাফের শাহপরীরদ্বীপের ত্রাস সাবেক মেম্বার রাজাকার পুত্র ইসমাঈল প্রকাশ ইসমাঈল মেম্বারকে আটক করেছে কোস্টগার্ড। আটক ইসমাঈলকে টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়েছে।

কোস্টগার্ড শাহপরীরদ্বীপ স্টেশনের পেটি অফিসার মোস্তফা কামাল সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে থানায় সোপর্দ্য করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খাঁন জানান, আটক ইসমাঈলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা সহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ইসমাইল একদিকে রোহিঙ্গাদের অবৈধভাবে মিয়ানমার থেকে এদেশে ঢুকিয়ে দেয়। প্রতিটি রোহিঙ্গা থেকে ১০ হাজার টাকা করে আদায় করে। যারা টাকা দিতে পারেনা তাদেরকে নৌকায় নির্যাতন করা হয়। ছিনিয়ে নেয়া হয় তাদের স্বর্ণ অলংকার, টাকা- মালামাল। নৌকায় রোহিঙ্গাদের সাথে ধস্তাধস্তি করার কারনে অনেক নৌকা ডুবে যায়। আর এতে অনেক রোহিঙ্গার মৃত্যু হয়। শুধু তাই নয় ইসামইল মেম্বার রোহিঙ্গাদের মালামাল লুটপাট করে নিয়ে যায়। ইসমাঈলের ছত্রছায়ায় তার ভাই জিয়াবুল ও সৈয়দ প্রতি রাতে শাহপরীরদ্বীপ জেটি এলাকা থেকে মোটা অংকের বিনিময়ে রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের এপারে নিয়ে আসছে। রোহিঙ্গাদের কাছ থেকে মালামাল লুট করার পাশাপাশি তাদের উপর অমানবিক আচরণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য ইসমাইলের বাবা নজির আহমদ স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারের ভূমিকা পালন করে বাঙ্গালীদের সেই সময় নানাভাবে নির্যাতন করে।

পাঠকের মতামত

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ...