ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১২/২০২২ ৭:৩৪ এএম

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। সেই সঙ্গে সাগরে রোহিঙ্গাদের জীবন রক্ষায় সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। শুক্রবার জেনেভা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার জানান, ২০২২ সালে কমপক্ষে ২ হাজার ৪০০ রোহিঙ্গা বাংলাদেশ ও মিয়ানমার থেকে বের হওয়ার চেষ্টা চালিয়েছেন। এর মধ্যে ২০০ জনেরও বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে সাগরে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, অতিরিক্ত মানুষ বোঝাই এবং অনিরাপদ নৌকা রোহিঙ্গাদের নিয়ে সমুদ্রে কোনো ধরনের সাহায্য ছাড়াই ভাসছে। ভলকার তুর্ক এ রোহিঙ্গাদের খুঁজে বের করে রক্ষা করতে অঞ্চলের দেশগুলোকে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, স্বেচ্ছায় ও পূর্ণ সম্মানের সঙ্গে মানবাধিকারসহ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য জরুরি ভিত্তিতে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...