প্রকাশিত: ০৫/০৯/২০১৮ ৭:৫০ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্প বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ২৮টি ঘর। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় আগুন লাগার ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে। তবে এসময় কেউ হতাহত হয়নি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তির ১৪টি ঘরে আগুন লাগে। প্রতিটি ঘরে দু’টি করে কক্ষ ও এক কক্ষে একটি করে পরিবার বাস করতো।

পাঠকের মতামত

উখিয়ায় এনজিও কর্মকর্তার নেতৃত্বে শিক্ষকের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

উখিয়ায় কোডেক এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর জিয়াউল হকের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত দুই শিক্ষককে পিটিয়ে ...