প্রকাশিত: ২১/১১/২০১৭ ২:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচি বলেছেন, চলতি সপ্তাহে বাংলাদেশের সাথে আলোচনায় রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ প্রত্যাবর্তন বিষয়ে একটি সমঝোতা হবে বলে আশা করছেন।

মিয়ানমারের রাজধানী নেপিদোতে এশিয়া-ইউরোপ মিটিং বা আসেম সম্মেলনের শেষ দিন মঙ্গলবার সুচি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে সোমবার আসেম সম্মেলনের বাইরেরোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়। এশিয়া ও ইউরোপের ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ের রাখাইনে সহিংসতা বন্ধ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার তাগিদ দেন। সেই সঙ্গে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও জোর দেন তারা।

এদিকেআসেম সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সুচি পরোক্ষভাবে রোহিঙ্গা মুসলিমদের সন্ত্রাসী অভিহিত করেছেন এবং মিয়ানমারে সংঘাত ও অস্থিতিশীলতার জন্য তাদেরকেই দায়ী করেছেন।

মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদেরকে সেদেশের নাগরিক বলে মনে করে না বরং তাদের অবৈধ অভিবাসী বলে মনে করে।

রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমার ত্যাগের কথা উল্লেখ না করে সুচিও তার বক্তব্যে পরোক্ষভাবে রোহিঙ্গাদেরকে অবৈধ অভিবাসী বলে অভিহিত করেন এবং তার দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদেরকেই দায়ী করেছেন।

তিনি বলেন, নতুন অস্থিতিশীল সময়ের মধ্যে রয়েছে, এর ফলে বিশ্বজুড়ে সংঘাতের কারণে নতুন হুমকি ও জরুরি অবস্থা বৃদ্ধি পেয়েছে। অবৈধ অভিবাসন সন্ত্রাস ও সহিংস চরমপন্থা, সামাজিক অসামঞ্জস্য এবং এমনকি পারমাণবিক যুদ্ধের হুমকিও বাড়িয়েছে।

তিনি আরো বলেন, সংঘর্ষ সমাজে শান্তি নষ্ট করে, অনুন্নয়ন ও দারিদ্রতা বৃদ্ধি করে এবং জনগণ, এমনকি এক দেশকে অপর দেশ থেকে দূরে ঠেলে দেয়।

এর আগে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চললেও তিনি দীর্ঘদিন নীরব ছিলেন। তার নীরবতার তীব্র সমালোচনা করেছে পশ্চিমা বিশ্ব। জাতিসংঘের এক প্রতিবেদনে রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের সেনাবাহিনী সহিংস এবং বর্বর আচরণকে জাতিগত শুদ্ধি অভিযান বলে উল্লেখ করা হয়েছে।

সেনাবাহিনীর এই শুদ্ধি অভিযানে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি থেকে গত তিন মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গিয়েছে। সূত্র: রয়টার্স ও টাইম

পাঠকের মতামত

রাইসির টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচার হলো কোরআনের তিন আয়াত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর। তবে ...

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুলাহিয়ান নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ ...

বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডং শহর দখল করেছে আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, তারা বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডং শহরতলির ...