প্রকাশিত: ০৭/০২/২০১৮ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৭ এএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে মাঠ পর্যায়ে দুটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি গঠিত হয়।

মঙ্গলবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সভাপতিত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশের সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন। মূলত প্রত্যাবাসন বিষয়ে এপর্যন্ত যে অগ্রগতি হয়েছে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয় এবং দুটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

বৈঠক সূত্র জানায়, প্রথম কমিটি হবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এবং দ্বিতীয় কমিটি যাচাই-বাছাই বিষয়ক। প্রথম কমিটির নেতৃত্ব দেবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এম এ মান্নান এবং দ্বিতীয় কমিটির নেতৃত্ব দেবেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (কক্সবাজার) মোহাম্মাদ আবুল কালাম।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (৬ ফেব্রুয়ারি) আমরা রোহিঙ্গাদের তালিকা তৈরিসহ অন্যান্য বিষয়ে বৈঠক করেছি। আশা করছি, শিগগিরই এই তালিকা চূড়ান্ত হবে এবং আমরা এটি মিয়ানমারের কাছে হস্তান্তর করবো।’

কমিটি গঠনের বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এম এ মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবারের বৈঠকে দুটি কমিটি গঠিত হয়েছে। একটি যাচাই-বাছাই এবং অন্যটি প্রত্যাবাসন সংক্রান্ত। প্রথম কমিটি রোহিঙ্গাদের ফরম দ্রুত পূরণের কাজটি সুষ্ঠুভাবে করবে এবং দ্বিতীয় কমিটি প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ক্যাম্প স্থাপনসহ অন্যান্য কাজ করবে।’

তিনি বলেন, ‘রাখাইনে ফেরত যাওয়ার জন্য জিরো লাইনে এখনও ছয় হাজার রোহিঙ্গা অপেক্ষা করছে। কিন্তু মিয়ানমার বাহিনীর বিরোধিতার কারণে তারা ফেরত যেতে পারছে না। আমি আজকের (মঙ্গলবারের) বৈঠকে জোর দিয়ে বলেছি, মূল প্রত্যাবাসনের আগে এদেরকে ফেরত পাঠানো জরুরি।’

এদিকে, মঙ্গলবার মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ, চীন, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডের রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রাখাইন সফর করেছেন।

পরিদর্শন শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ রেয়াদ হোসেন বলেন, ‘সুষ্ঠু প্রত্যাবাসনের জন্য জিরো লাইনে যে ছয় হাজার রোহিঙ্গা আছে, তাদের ফেরত নেওয়া উচিত মিয়ানমারের।’

তিনি বলেন, ‘পালিয়ে আসা রোহিঙ্গারা ফেরত যেতে যেন উৎসাহ বোধ করে, সেজন্য প্রচার চালানো উচিত মিয়ানমার সরকারের।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত আরেকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য রোহিঙ্গাদের তালিকা তৈরি এবং ফরম পূরণের কাজ পুরোদমে চলছে। সরকারের কাছে নিবন্ধিত রোহিঙ্গাদের তালিকার সঙ্গে জাতিসংঘ শরণার্থী সংস্থার তালিকা সমন্বয় করে এটি করা হচ্ছে। এছাড়া, রোহিঙ্গাদের যাচাই-বাছাই টেকনিক্যাল কমিটি এবং প্রত্যাবাসন টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।’

তালিকা হস্তান্তর কবে নাগাদ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি মাঠ পর্যায়ের কাজ এবং দ্রুততার সঙ্গে তা করা হচ্ছে। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের কিছুটা সময় দরকার এবং রাখাইনের পরিবেশ উন্নয়নের জন্যও সময় দরকার।’

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দুদেশের মধ্যে স্বাক্ষরিত ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের তালিকা হস্তান্তরের দুমাসের মধ্যে মিয়ানমার তাদের মতামত জানাতে চেষ্টা করবে। এরপর একমাসের মধ্যে বাংলাদেশ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হলে এপর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে থেকে আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করে আসছে।

পাঠকের মতামত

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...