প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৭:৩০ এএম , আপডেট: ১০/০৭/২০১৯ ৭:৩০ এএম

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আমেরিকা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে। রোহিঙ্গা নির্যাতনের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার এবং পুলিশের ডিআইজি’র সঙ্গে পৃথক মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া নিশ্চিত করতে রাখাইনে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিবেশ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। রোহিঙ্গাদের জন্য মার্কিন সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সঙ্গে মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিআইজি মো. শফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। তিনদিনের সফরে মঙ্গলবার দুপুরে নৌপথে বরিশাল এসে পৌঁছেন মার্কিন রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...