প্রকাশিত: ১৮/১১/২০১৯ ২:৩৭ পিএম

আন্তর্জাতিক আদালত- ICJ’তে আনা গণহত্যার অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে মিয়ানমার। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের মুখপাত্র জাও তে।

তিনি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে আইসিজেতে দায়েরকৃত অভিযোগে আনুষ্ঠানিক জবাব দেবে তারা। তবে আন্তর্জাতিক বিচার আদালত-আইসিসির তদন্ত প্রত্যাখ্যানের কথাও জানান।

জাও তে বলেন, আইসিসির বিচার কার্যক্রম আন্তর্জাতিক আইন বিরোধী। স্পষ্ট জানিয়ে দেন, তদন্ত পরিচালনায় আইসিসি কর্মকর্তাদের দেশে প্রবেশ করতে দেয়া হবেনা। রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তথ্যও দেন নেইপিদো মুখপাত্র।

জাও তে বলেন, কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে সরকার। দাবি করেন, অভিযোগ প্রমাণিত হলে যথোপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...