প্রকাশিত: ১৫/০২/২০১৮ ৫:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৫ এএম

উখিয়া নিউজ প্রতিবেদক ::

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে মানবিক সেবার নামে কর্মরত কতিপয় এনজিও’র কর্মকান্ড নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এসব এনজিওদের কার্যক্রম খতিয়ে দেখে প্রচন্ড ক্ষোভ প্রকাশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উপজেলা প্রশাসন বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে ওই সব এনজিওদের কর্মকান্ড তদন্ত ও তদারকি করার জন্য   সহকারি কমিশনার (ভূমি) একরাম ছিদ্দিকীকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে। ওই কমিটিকে আগামী আইনশৃংখলা কমিটির সভায় চিহ্নিত এনজিওদের ব্যাপারে লিখিত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত মাসিক আইনশৃংখলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা অভিযোগ করে জানান, রোহিঙ্গাদের সেবার নামে কতিপয় এনজিও তাদের পকেট ভারী করছে। ত্রাণ সামগ্রী বিতরণের নামে নি¤œমানের ব্যবহার অনুপযোগী ত্রাণ সামগ্রী বিতরণ বিতরণ করে রোহিঙ্গাদের ঠকাচ্ছে। বক্তারা আরো বলেন, এসব এনজিও গুলো রোহিঙ্গাদের প্রভাবিত করে প্রত্যাবাসনের অনাগ্রহ সৃষ্টি করছে। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে উল্লেখ করে জনপ্রতিনিধিরা এসব কতিপয় এনজিওদের গতিবিধি এবং তাদের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবী জানান। অন্যথায় জনপ্রতিনিধিরা এলাকার বৃহত্তর জনসাধারণকে সাথে নিয়ে প্রশ্নবিদ্ধ এনজিওদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্ছারণ করেন।
জনপ্রতিনিধিদের এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও তদারকি কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, সমাজসেবা কর্মকর্তা কবির আহমদ, কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুর, রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।

পাঠকের মতামত

সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ হলেও মৌখিকে ধরা ...

গহীন পাহাড়ে কঠোর প্রশিক্ষণ, যা বললেন কুকি চিনের আকিম বম

বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নারী শাখার বান্দরবান সদর ও ...

নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাচন বর্জনে জেলা বিএনপির লিফলেট বিতরণ

বান্দরবান জেলার আসন্ন নাইক্ষ‌্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বান্দরবান জেলা বিএনপির দিনব‌্যাপি লিফলেট বিতরণ করা ...

নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে অভিযান, ৮টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে দুর্বৃত্তদের আস্তানায় হানা দিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম ...