প্রকাশিত: ০৬/০৪/২০১৮ ৭:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৩ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য নির্মিত ক্যাম্প পরিদর্শনে বিদেশি রাষ্ট্রদূতদের কক্সবাজারে নিয়ে যাবে সরকার। গতকাল ঢাকার বিদেশি রাষ্ট্রদূতদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন। তিনি রাষ্ট্রদূতদের মধ্যে যারা আগ্রহী তাদের প্রতি এ আহ্বান জানান। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি দূতাবাস, হাইকমিশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঢাকা কার্যালয়ের প্রধানদের জন্য এই কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে। আগামী ৫-৬ মে ঢাকায় অনুষ্ঠেয় ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টারস মিটিংয়ের প্রস্তুতি উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এবারের বৈঠকের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ’। বৈঠকে ফিলিস্তিন প্রসঙ্গ, মুসলিম উম্মাহর বিভক্তি-উদ্বেগ এবং অস্থিরতার জন্য চ্যালেঞ্জ সমূহ, বাস্তুচ্যুত মুসলিমদের মানবিক সংকট, রোহিঙ্গা সংকটসহ মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। এ ছাড়া মুসলিম সমাজের বিদ্যমান দারিদ্র্য, পশ্চাদপদতা এবং তাদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার বিষয়গুলো অগ্রাধিকার পাবে বৈঠকে।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...