প্রকাশিত: ২০/০৪/২০১৮ ৬:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৫ এএম

নয়াদিল্লি: ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের এক নেতা রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়ে টুইটারে দম্ভভরে করে স্বীকার করেছেন। সাথে ভবিষ্যতেও আগুন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ কথা জানায়।

রাজধানী দিল্লির একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়ে বর্বরতায় ভিন্ন মাত্রা আনার উদ্দেশ্যে মিডিয়ায় নাম জাহির করা এ বিজেপি নেতার নাম মনিশ চান্দেলা। ঘটনার পর পরই ওই নেতার ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে স্বঘোষিত ওই অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দিল্লি পুলিশের কাছে চিঠি দিয়েছে মুসলমানদের একটি সংগঠন।

দিল্লির পুলিশ কমিশনার আমুলিয়া পাটনায়েকের কাছে লেখা চিঠিতে অল ইন্ডিয়া মুসলিম মজলিস-ই-মুশাহারাত (এআইএমএমএম) বলেছে, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতা চান্ডেলার অপরাধের স্বীকারোক্তি আপনার দৃষ্টিতে আনা হলো।

চিঠিতে চান্দেলার টুইটার পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ঘোষণা দিয়ে অপরাধ সংঘটন পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার জন্য চ্যালেঞ্জ। আমরা অবিলম্বে চান্দেলার গ্রেপ্তার দাবি করছি।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল (রবিবার) দিল্লির কালিন্দ কুঞ্জ নামক রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার পরই টুইটারে বিষয়টি স্বীকার করেন চান্দেলা। এমনকি আরো আগুন দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। ওই আগুনে ক্যাম্পের অন্তত দু’শ বাসিন্দার যাবতীয় মালামাল এবং তাদের আইডি কার্ড এবং জাতিসংঘের দেওয়া বিশেষ ভিসা কার্ড পুড়ে যায়।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...