সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২১/০৯/২০২৩ ৮:০৮ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ক্যাম্প-৪ ব্লক/ডি-৩২ এর নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ রশিদুল্লাহ(২৩), ক্যাম্প-৫ ব্লক/বি ৪ এর মো. আমিনের পুত্র মো রহিমুল্লাহ (২০) এবং ক্যাম্প-৬ এর ব্লক/এ-১২ এর আমান উল্লাহর পুত্র আবু তৈয়ব (২১)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৩ ইস্ট এলাকায় এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত বিশেষ অভিযানে ৮ এপিবিএনের ৩০জন, ১৪ এপিবিএনের ১০০ জন, ১৬ এপিবিএনের ২০ জন, র‍্যাব-১৫ এর ২০ জন, বিজিবির ৪০ জন, জেলা পুলিশের ২০ জন, আনসারের ৩০ জন অফিসার-ফোর্স অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

তিনি বলেন, অভিযানে অতিরিক্ত ডিআইজি (এফডিএমএন) এস এম ফজলুর রহমানের নেতৃত্বে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল সহ অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এসময় সন্দেহভাজন ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...