এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক
ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে শেরপুর জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে আমিন (৩৬) ...
কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)সদস্যরা।
এসময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত হলেন উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা আমির হামজার ছেলর সাদ্দাম হোসেন (৩১)।
গত রবিবার গভীররাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ওয়েস্টের এ-৯ব্লকের সামনে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত