প্রকাশিত: ০৮/০৬/২০১৮ ১১:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশের মতামত এবং তথ্যপ্রমাণ চেয়ে আইসিসি দেওয়া চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন- আমরা আইসিসির অনুরোধের জবাব দিয়েছি। তারা যেসব তথ্য চেয়েছেন আমরা সব দিয়েছি। আমরা এখনও এর দ্বিপক্ষীয় সুরাহা চাই।

তবে এটি কবে দেয়া হয়েছে তা উল্লেখ না করে তিনি বলেন, এ জবাব দেয়া একটি আবশ্যিক ব্যাপার।

এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ প্রস্তাবের কথাও উল্লেখ করে তিনি বলেন, আমরা সংকট নিরসনে ওই পাঁচ দফা প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশের মতামত এবং তথ্যপ্রমাণ চেয়ে চিঠি দিয়েছে আইসিসি। আইসিসির দেয়া চিঠির উত্তর ১১ জুনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

পাঠকের মতামত

যুদ্ধবিরতির প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতিসহ তিনটি শর্ত হামাসের

মিশর ও কাতারের মধ্যস্থত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিনটি ধাপ অন্তর্ভুক্ত করতে ...