প্রকাশিত: ২১/১১/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে বাইরে রেখে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করলে বাংলাদেশ ক্ষতির মুখে পড়বে বলছেন বিশ্লেষকরা। সমঝোতায় বিশ্বসমাজ না থাকলে মিয়ানমারকে বশে আনা কঠিন হবে। পাশাপাশি ১৯৯২ সালের মতো চুক্তি হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না বলেও মনে করেন তারা।

রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি ঢাকা সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সংকট সমাধানে মধ্যস্থতার আগ্রহ দেখান চীনের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু আন্তর্জাতিক নয়, বেইজিংয়ের আগ্রহ দ্বিপক্ষীয় সমঝোতায়। বিশ্লেষকরা বলছেন, চীন তার স্বার্থ মাথায় রেখেই এ ধরনের চুক্তিতে গুরুত্ব দিচ্ছে। মিয়ানমার রয়েছে দেশটির বিশাল বিনিয়োগ।

আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে শুধু চুক্তি নয় রোহিঙ্গাদের নাগরিকত্বসহ সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেন এই অভিবাসন বিশ্লেষক।

মিয়ানমারের নেত্রী অং সান সু চির দপ্তরের মন্ত্রী চ টিন শোয়ে ঢাকা সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দেন। কিন্তু ঘোষণার দেড় মাস পরও বন্ধ হয়নি রোহিঙ্গা শ্রোত।

২৫ অগাষ্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর, বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের বেশি রোহিঙ্গা। আগে থেকে আছে আরো চার লাখ রোহিঙ্গা।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...