প্রকাশিত: ০৩/০৫/২০১৭ ১২:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রি অং সান সুচি।

মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনৈতিক ফেদেরিকা মোঘেরিনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের এ তদন্ত প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান।

গত বছরের অক্টোবরে রাখাইন রাজ্যে মংড়ুতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহতের জের ধরে রোহিঙ্গাদের দমন অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। হত্যা, নির্যাতন ও ধর্ষণের শিকার রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। গত বছর দেশটি থেকে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ ঘটনার পর গত মার্চে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি তদন্ত কমিটি রাখাইনে পাঠায়। তবে কমিটির সদস্যদের ঘটনাস্থলের কাছে যেতে দেওয়া হয়নি এবং সবার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। পরে তারা বাংলাদেশর কক্সবাজারে এসে নিপীড়িত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। সংস্থার পক্ষ থেকে প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ করেছে।

মঙ্গলবার ব্রাসেলসে সুচির কাছে তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা এর সঙ্গে একমত নই। আমরা এর থেকে নিজেদের বাদ দিয়েছি। কারণ আমরা মনে করি না তদন্ত প্রতিবেদনে যা বলা হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল রয়েছে।’

তদন্ত প্রতিবেদনে রাখাইনে শান্তি ফিরিয়ে আনতে রোহিঙ্গাদের ব্যাপারে যেসব সুপারিশ করা হয়েছে তা মানতেও অস্বীকৃতি জানান সুচি। তিনি বলেন, ‘ওই সুপারিশগুলো রাখাইনে অবস্থানরত দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদকে আরো বাড়াবে। আমরা এটি গ্রহণ করব না। কারণ যে সমস্যাটি সবসময় বেড়ে চলছে এটি সে সমস্যার সমাধান করবে না।’

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...