প্রকাশিত: ১৬/১১/২০২০ ৯:১৯ এএম
রোহিঙ্গা

রোহিঙ্গা
গণহত্যা ও নির্যাতনের মুখে কক্সবাজারে এসে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার অংশ হিসেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) দেড় মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া।

রবিবার ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় জানানো হয়, ২০১৭ সালে থেকে সংকট শুরুর পর রোহিঙ্গাদের জন্য কোরিয়া সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরকে ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ান দূতাবাস জানায়, রোহিঙ্গাদের জন্য চলতি বছর ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে দেশটি। যার মধ্যে যৌথ সাড়াদান কর্মসূচির আওতায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য কোরিয়া ১৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলেও জানায় দূতাবাস।

পাঠকের মতামত

আরসা হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার ইঙ্গিত আরাকান আর্মিপ্রধানের

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ...

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...