
রবিবার ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় জানানো হয়, ২০১৭ সালে থেকে সংকট শুরুর পর রোহিঙ্গাদের জন্য কোরিয়া সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরকে ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
দক্ষিণ কোরিয়ান দূতাবাস জানায়, রোহিঙ্গাদের জন্য চলতি বছর ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে দেশটি। যার মধ্যে যৌথ সাড়াদান কর্মসূচির আওতায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য কোরিয়া ১৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলেও জানায় দূতাবাস।
পাঠকের মতামত